কে যেন ডেকে বলেছিল একদিন;
---- সুরবালা, তুমি আমার হবে কি?
না হয় তোমার বিলাসী স্বপ্নগুলো কিছু মিছেই হবে।
তবে কথা দিচ্ছি,
মিছে  হবেনা তোমার-আমার মিলন তিথি।
জীবন দেখনি তুমি।
একবার ধরে দেখ এ কড়া পড়া হাত,
শুনতে পাবে বেঁচে থাকার প্রমান স্বরূপ নাড়ীর স্পন্দন;
দেখবে শাদা পায়রা হয়ে উড়ছে অনাগত সহস্র 'জীবন'।


-----আমার হবে কি সুরবালা?
না হয় এই জনমে আর ফুল হলেনা।
কারো একটুকরো সুখের জমি হতে তো পারো।
ভয় নেই, আমি মালি হয়ে না হয় সে জমিতে
অগুনতি  স্বর্গীয় পারিজাত ফোটাবো।
সুখ চেননা তুমি,
একবার ভরসা করে দেখ এই আমায়।
যখন পাতার ফাঁকে গলে ঢেউগুলো আছড়ে পড়বে মোহনার ত্রিবেনি সংগমে।
তখন সূর্যাস্তের লালিমায় তোমায় আমি সত্যিকার সুখের রুপ দেখাবো;


সে কতদিন হয়ে গেলো!
আজো দিগন্ত রাঙিয়ে সূর্য যায় অস্তাচলে,
মিতালি হয় আকাশ আর নোনা জলে।
অথচ-
জীবন কিংবা সুখ কোনটাই দেখা হয়নি সুরবালার।
কথা না রাখতেই হাওয়ায় মিলিয়ে গেল সোনালী চিল,
সঙ্গী এখন শুধু পাড় ভাঙ্গা ঢেউ আর নীলিমার নীল।