আমার পৃথিবী
আমার মতোই খুব ছোট,
একটা নিরাপদ আশ্রয়
আর কিছু খাদ্য।


দেশের জন্য
দশের জন্য
কিছু না করতে পারার
কোন দুঃখ নাই।
আমার পৃথিবী
আমার মতোই খুব ছোট,
অনেক শেখা হল না
অনেক করা হল না
কোন আফশোষ নাই।


এখানে অন্যায়,পাপ
এসব কিছু নাই
এখানে প্রতিযোগিতা, কর্তব্য
এসব কিছু নাই,
আমার পৃথিবী
আমার মতোই খুব ছোট।


যেদিকে তাকাই
শুধু সবুজ অরণ্য
যখনি তাকাই
শুধু নীল নীল আলো,
আমার পৃথিবী
আমার মতোই খুব ছোট;
শুধু জলাশয়
শুধু ভালোবাসা
শুধু ভগবান সহস্র রূপে।।