তারপর বৃষ্টি এসে
একটা আস্ত পাড়াকে,
সমস্ত সবুজ অরণ্যকে
ভিজিয়ে দিতে দেখেছি
আমি নিজের চোখে।
বাতাসের ব্যস্ততায়
নাচতে দেখেছি প্রতি ফোঁটাকে,
একটা গ্রাম্য মাটির রাস্তায়
আমি নিজের চোখে
একটা তাজা ধানের ক্ষেতে
বৃষ্টিকে আছড়ে পড়তে দেখেছি।
সবাই বলে
" শ্যামলী! ও শৈশবের গল্প,
ও পঞ্চাশ বছর আগের পৃথিবী।"
জানি
সে সময়, সে বৃষ্টির সন্ধ্যা
আমি অতিক্রম করে এসেছি;
এসেছি সান্ধ্য জীবনে।
" শ্যামলী! ও সব চলে গেছে।"
কোথায় চলে যায়?
কেন?
তারা কি অপেক্ষা করে
আমার মতো
আবার মুখোমুখি হওয়ার!!