আজ হটাত করে স্কুলের পণ্ডিত স্যারকে মনে পরে গেল /
তার দেওয়া শেষ উপদেশ - কোনও কাজ কোরনা নিজেকে করে খেলো //


নিজের রাগ , দ্বেশ , হিংসা , লোভ এসবের উপর সংযম রেখো /
নিজের খুদ্র স্বার্থ সিদ্ধির জন্য অনৈতিক কাজ থেকে দূরে থেকো //


এটা জেনো যারা ভাবে লোকে বোকা, বোঝেনা তাদের দুরভিসন্ধি /
তারা আসলে নিজেই বোকা, থাকে নিজের প্রবিত্তির কাছে বন্দি //


আজ দুনিয়া তে স্বার্থপর আর চালাক লোকেদেরই দেখবে রমরমা /
মনে কষ্ট পেয়না, নিজের উপর আস্থা রেখো আর ওদের কোরও ক্ষমা //


যেন জীবন যাত্রা অনেক লম্বা , খরগোস কচ্ছপের গল্পের মতো /
যারা অন্যকে বঞ্ছিত করে, তাদের দশা শেষে হয়ে খরগোশের মতো //


যেমন থুতু উপরে ছুরলে সেটা এসে পরে নিজের উপরে /
কাউকে অপমান করলে, বেশী অন্তরদন্দ হয়ে নিজের ভিতরে //


কাউকে বন্ধু বানানোর আগে , দেখনা তার শিক্ষাগত ডিগ্রি আর পেশা /
তার ভদ্রতা, সভ্যতা, বাচনভঙ্গি, আন্তরিকতা দেখেই কোর মেলামেশা //


এটা যেন যারা বেশী কথা বলে আর মানুষকে অপমান করে গর্ব বোধ করে /
তারা যতই শিক্ষিত হোক, মুল্য বোধ বা সহবত শিক্ষা থেকে আছে তারা দূরে //


নিজেকে বানাও সেই ফুলের মতো  যার গন্ধ পথিককে টেনে আনে গভীর জঙ্গলে /
তোমার গুন ঠিক মর্যাদা পাবে, দুনিয়াতে আসল গুনের মর্যাদা আছে বলে //


করতে হবেনা তার জন্য নিকৃষ্ট স্তরের কোনও কাজ, বা দিতে হবেনা উপঢৌকন /
যেন প্রকিত গুণীই করে এক জন গুণীর কদর, কারন তাদেরই আছে উদার মন //