অদ্ভূত মায়ায় যেন সুর্যটা ডুবছে,
ফাঁকতালে ধেয়ে আসা তীরন্দাজি সুরে
বাঁজে বিউগল-



মিছে এই আলসে ঘুম-
মিছে প্রলংয়করী টাইফুন-
উড়ে আসা চুলে
উড়ে আসে চোখ,
বিস্তীর্ন হওয়া বলে বোধ হয়-



- এতেই সর্বসুখ- মিছে বৈ,
তবুও বৃষ্টি বিমুখ-



নীল সে নীড়'
হয়ে থাকা
গোপন পাটাতনে
আলতো সবুজ
হে, তাকাও বিমুগ্ধ কবিতায়
এখানেই বোধ হয়
সব অসুখ -