অগোছানো,
তবুও কাঁটা-চামচ কিংবা ছুড়ি হাতে
সাদা-কালো তুমি আলগোছে
সরে আসা চুলে একটু হাসি -
দ্বিখন্ডিত হয়ে যায় হৃদয়টা যেন আনমনে....



হয়তো বেশিদিন না,
প্রণিত প্রবাহে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হবে
সব কিছু
রক্তক্ষরণে বুঝে নিচ্ছি-
দ্রুততর সময় ফিরে যাচ্ছি ভ্রুণের কাছে
হয়তো মৃত্তিকায়-


মনে রেখো, অচেনা নগরীতে ফিরে যাওয়া কেউ
আসে না ফিরে- ভুলে যেও...


ভুলে যেও দ্রুত এই সময়-