সোনার বাংলা ! স্বপ্ন দেখায় ,আসলে সবই কথা
        আখেল গোছাতে ব্যাস্ত যত জনদরদী নেতা।
যে অনুভবে কবি বলেছিলেন,,,
        "পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি
ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়"
          ছিল আছে থাকবে সে সময়,
ভালোবাসা সে রাজ্যে স্থান পায় না,
          আবেগের নেই কারবার,
চোখেতে ভাত রুটির স্বপ্ন যেখানে
           সেখানে চাঁদ, তারার স্বপ্ন বেকার,
খালি পেটে গৌতমবুদ্ধ পারেননি
           তপস্যা করতে,
খালি পেটের অভিশাপে
            কত মানুষ কে হয়েছে মরতে,
খালি পেটে কেউ পারে না
             কোনোকিছু জয় করতে,
আমিও  খালি পেটে
             পারব না কবিতা লিখতে,
কবির ভাষায় আমিও তাই বলি
             "ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়"
হোক না সকাল, সন্ধ্যা বা অন্য কোনো সময়।