মানব চিত্ত বেগবতী বিচিত্র ,
নিজ দাসত্বে অতিশয় ব্যাপৃত।
কবে,কবে মানব বশ্যতা মুক্ত ?


জন্ম,মৃত্যু জরা -ব্যাধি, শোক তাপ জগতময় দারুণ সংশয় ,
সকল জীবের মাঝে করছে প্রহার কেবলই মৃত্যুভয়।
বিশ্ব ভুবন মাঝে কে আছে মৃত্যুঞ্জয় ?


উলঙ্গ কৃষক,প্রদীপ্ত বেকার যুবক,নিম্ন মধ্যবিত্ত শরীর,কেরানী,নারী,বৃদ্ধ,বেশ্যা,ভবঘুরে,পথ শিশু, গর্ভের মুকুল ;
হাতের মুঠোয় মৃত্যু,চোখে স্বপ্ন
কেবল প্রতীক্ষায় ব্যাকুল ।
  এরা বুঝি মুক্ত কাননের ফুল ?


স্বাধীন -বলাকারা সুদূর নীলিমায়,মেঘেরা অনন্ত দিগন্তে,বারিনিধি নৃত্যমত্ত গায়ে রঞ্জিত ভূষণ ,
আমার চোখে আমরা কেবল বিদেশি মুক্ত তাই,
মানবের স্বাধীনতা'র উচ্চারণ শুধুই প্রহসন।।