জীবনের পথে হাঁটতে হাঁটতে,
কখনো হাসি, কখনো কান্না,
কখনো দুঃখে, কখনো সুখে,
কখনো একা, কখনো ভীড়ে।

এই জীবন এক সফর,
যা চলতেই থাকবে চিরদিন,
খুশির পাহাড় পেরিয়ে,
দুঃখের সাগরে ঢেউয়ের সঙ্গে।

কত মানুষ দেখা হবে পথে,
কেউ হবে সাথী, কেউ হবে বিদায়,
কেউ থাকবে মনে, কেউ হবে বিস্মৃত,
কেউ হাসাবে, কেউ কাঁদাবে।

কত মোড় ঘুরবে জীবন,
কেউ সহজ, কেউ কঠিন,
কেউ সঠিক পথ, কেউ ভুল পথ,
কেউ ভালো সিদ্ধান্ত, কেউ ভুল।

কিন্তু জীবন থেমে থাকবে না,
প্রতি পদে শেখা হবে,
প্রতি বাধা পেরিয়ে উঠতে হবে,
প্রতি আনন্দে মাততে হবে।

জীবন এক অপূর্ব উপহার,
মন ভরে উপভোগ করতে হবে,
নিজেকে খুশি রাখতে হবে,
অন্যের মুখে হাসি ফুটিয়ে দিতে হবে।