ইতিহাস কহে চির সাক্ষ‍্য হয়ে ভাসি
  তিমির অতীত খোঁজ আমারেই তল্লাশি
হারানো কাহিনী যত,ডুবে যাওয়া কথা,
  সব রশ্মি ধরা দেয় হাসি কান্না ব‍্যথা
কভুও কেউ বা যদি ভুলতে চায় মোরে।
  থাকি ক্ষনকালই শুধু বিস্মৃতি-গহ্বরে,
বদলে যাওয়া রুখি কোনো সত্য-অনুরাগী
লেখনীতে রাশ ধরি বাঁচায় জিন্দেগী।।




:::::::::::::::সমাপ্ত:::::::::::::::