খুশি তুমি আনান্দের আর এক রূপ,
যখন তুমি আসো,নিয়ে এসো সুখের ধূপ।
তুমি সূর্যের উত্তপ্ত ধূপ নও,
তুমি অতি শীতল সুন্দরী সাংসারিক বৌ।
তুমি ফুলের মতো ফুটে ওঠো কারোর হাসির মধ‍্যে,
ফুলের মতো ঝরে যাও কারোর কান্নার মধ‍্যে।
ও খুশি তুমি মাঝে মাঝে আমায় ছেড়ে কোথায় যাও?
এই ভাবে বারে বারে দূরে গিয়ে কি মজা পাও?
খুশি তোমায় ছিনিয়ে নিতে চায় কতো মানুষ
সেই সব মানুষেরা আদই নেই ওদের হুস।
খুশি তুমি এসো আমার দ্বারে,,
যখন কোনো এক পূজার বদ‍্যি বাজবে অসংখ্য হারে।
খুশি তুমি আনান্দের আর এক নাম,
তুমি মূল্য হীন নেই কোনো দাম।
তুমি যন্ত্রনার মলম,
তুমি এলে জুড়ে সকল অত‍্যাচার ও জুলুম।।



....................সমাপ্ত....................