ও সুন্দরী মল্লিকা
    তুমি জানো না
কত রূপের অধীকারিকা,
     সে আমি জানি তুমি জানো না।


তোমার দেহের গন্ধে
     আমার হৃদয় ভরে আনন্দে।
চক্ষু খুলে তোমায় দেখার সাধ হয়,
     কীটদের দংশনের ভয় হয়।
যার আঘাতে তোমার সুন্দর রূপ হয় নষ্ট,
       তোমায় আংলে রাখতে পারি না
এটা আমার কষ্ট।


      তুমি সুন্দর রূপের অধীকারি
তোমার জন‍্য কতো কি থাকলেও তা না পারি
      তুমি পুষ্প আমি মালি
তাই তোমার মাতার মুখে জল ঢালি।
      পৃথিবীর উদ‍্যানে---
যে রূপের দান তোমার
     দেখার সাদ জাগে আমার,
            ও মল্লিকা
তুমি চম্পা কী বোন বন
     দুষ্ট কীটেরা কেবল--
তোমাদের পাশেই করে ভোঁন ভোঁন।।


:::::::::::::::::সমাপ্ত:::::::::::::::