শরৎ হলো বাংলার শ্রেষ্ঠ কাল,
      মনে পড়ে শরৎতের সকাল বিকাল;
সাঁজ আকাশে ছড়িয়ে পড়া
                     আবির রঙের ঘেরা।


এ হলো গোধূলির সেরা,
       সাঁজের বেলা গাঁয়ের বধূরা
চারিদিকে ছড়িয়ে দেয় স়াঁজের সুর
      সে যেন ভেসে যায় দূর বহু দূর।


চারিদিকে অন্ধকার ঘনাই
      অন্ধকার ঘিরে আসে কানায়,কানায়।।



::::::::::::::::সমাপ্ত:::::::::::::::