মাঝেমাঝে যখন সুউচ্চ কোন ভবনের
সিঁড়ির ধাপগুলো মাড়িয়ে
ছাদে গিয়ে রেলিং এর পাশে দাঁড়াই।
তখন মনে হয়
আমি আকাশে আছি,
পৃথিবীটাকে পিছু ফেলে এসেছি।
কোন কোলাহল
কোন পচা নর্দামার দুর্গন্ধ
আমাকে স্পর্শ করেনা।
আমি খুব সুখে নিদ্রা দিতে পারি
কিন্তু তার পরেও কেন আবার
আমাকে মাটির কাছে
আসতে হয়?
পায়ে নরম কাদা মাটি লাগাতে হয়
মাটির গন্ধ নিতে হয়
শেষ পর্যন্ত মাটিকে আলিঙ্গন করে
মাটিতেই ঠাঁই নিতে হয়।
এযে মাটির প্রতি আমার টান
তা কিন্তু নয়।
মাটিই আমাকে বারবার টানে
নিয়ে নিয়ে যায় তার বুকের কাছে
ভালোবাসার বাহুডোরে
জড়িয়ে নেয়
জন্ম থেকে জন্মান্তরে।