কৈলাশের আবহাওয়া  দপ্তরের অনুসার ,
প্রায় উধাও হয়েছে বর্ষার  আকাশের মুখভার
মাথার ওপর একগুচ্ছ বকসাদা মেঘের ঝাঁক ;
এনেছে খবরের সাথে আগাম শরতের ডাক ।


সূত্রের খবর , কৈলাসে শুরু হয়ে গিয়েছে -
পূজোর ছুটির হৈ চৈ ।
দুর্গাশ্রমে রান্নাবান্না বন্ধ ,
দুবেলা চলছে পিৎজা আর  দৈ - খৈ ।
দুগ্গাজী মেয়েদের সাথে ,
রোজ পার্লারে রূপটানেতে ব্যস্ত ;
মেয়েদের সাথে নিয়ে মায়ের -
শপিং মলে আনাগোনা হয়েছে শুরু ।
তিন ডজন লেটেস্ট শাড়ির  ডিজাইন বাছাই প্রায় শেষ ;
গয়নার দোকানের কেনাকাটা , রয়েছে অবশেষ ।


কার্তিক জিমে গিয়ে ,
শরীরটাকে করছে ধোপদুরস্ত ।
গণেশ ভাইয়া পার্লারে বসে শুঁড়ে  লাগান ক্রীম  ;
ভুঁড়ির বারবাড়ন্তে চিন্তিত খুব , করতে হবে ট্রিম ।
এনকেফেলাইটিসের ভয়ে  ,
মহাদেববাবু  ভ্যাকসিন নিয়ে সম্পূর্ণ বিপর্যস্ত ।
নন্দী ভৃঙ্গি দুজনেই জমা দিয়েছে -
লম্বা ছুটির দরখাস্ত ।


কলকাতার  খাটাল হঠানোর খবরে ,
মহিষাসুর ভীষণ চিন্তাগ্রস্থ ;
পাঁচদিন মহিষকে রাখার গ্যারাজ খুঁজতে ব্যাতিব্যস্ত ।
পশুরাজের নেতৃত্বে ,  দুগ্গাজীর পারিবারিক বাহনেরা -
পশুরক্ষা সমিতির শরণাপন্ন ।
তাদের গুরুতর অভিযোগ ,-
পাঁচ দিন লাগাতার ডিউটিতে  তাদের রাখা হয় নগ্ন ;
কলকাতার পলিউশনে তাদের জীবন হয় বিপন্ন ;
পর্যাপ্ত ক্ষতিপূরণ ছাড়া তাঁরা মুখে দেবে না অন্ন ।


ব্রেকিং নিউজ চ্যানেলের টাটকা খবর ভাপা ,
লক্ষ্মী দিদির ভাঁড়ে সারদা তদন্তের ছাপা ;
পায়নি কিছু , ভাঁড়টা একদম ছিল ফাঁকা ।
গত  বছর  কিছু পূজার দক্ষিণায় ছিল ,চিট্ ফান্ডের টাকা ।
গণেশ ভাইয়ার হিসেবের খাতা হয়েছে বাজেয়াপ্ত ,
মর্ত্যের কাদার ছিটেতে কৈলাশের চূড়া বেজায় উত্তপ্ত ।
আপাততঃ কৈলাশের সমাচার এখানেই সমাপ্ত ;
আগামী মহালয়ার দিন পরের এডিশন ,
লাইভ খবরের কভারেজ থাকবে পর্যাপ্ত ।।
                                     -অকবি -