যখন মাথার ভিতর অন্ধকার নামে ,
হারিয়ে যায় কবিতাগুলো ,
মন লাগে না কাজে ।
মনে হয় , ধান ক্ষেত থেকে একমুঠো জোনাকি;
যদি মাথার ভিতর পুরে দিই ,
হয়তো কবিতাগুলো খুঁজে পাওয়া যাবে ।


যখন মনটা হারিয়ে যায় গভীর অন্ধকারে ;
মনটা একটু আনন্দের খোঁজে ভাবে ,
আঁধার ঢাকা  হলুদ সর্ষে  ফুলের ক্ষেতে ;
তোমার নগ্ন শরীরে একমুঠো জোছনা ছড়িয়ে দিই ,
তোমার উদ্ধত স্তনবৃন্ত থেকে ,
প্রজাপতির মত হালকা ছোঁয়ায় একটু সুখ তুলে নিই ।
একমুঠো ফুলের পাঁপড়ি ছড়িয়ে দিতে চাই ,
তোমার গভীর অতল গিরিখাতে ;
তারপর পিঁপড়ের ডিমের মতো ,
এক টুকরো সুখী আনন্দ বয়ে নিয়ে-
ফিরবো জীবনের উল্লাসে ।


একমুঠো জীবন-মৌচাকের অসংখ্য প্রকোষ্ঠে ,
টুকরো টুকরো সুখ-দুঃখ আর কবিতার স্মৃতি ।
মনটা যখন ভীষণ খারাপ হয় ,
তৃষ্ণার্ত অতৃপ্তি নিয়ে আকুল অঞ্জলি পেতে-
একটু সুখ ও আনন্দ খুঁজি জীবন-মৌচাক থেকে ।
কখনো-সখনো   আমার  নিঃস্ব খরাগ্রস্থ  অঞ্জলি উপছে ;
ফোঁটা ফোঁটা সুখ দুঃখ ঝরে পরে -
জীবনকে ভালবেসে দুটুক কবিতা হয়ে ।।
                                               - অকবি -