বয়সের নিয়মে শরীরটা হয়েছে স্যাঁতসেঁতে ,
জীবনটা যেন বাসি পান্তার মত -টোকো গন্ধ সাথে ;
মনের জানলাগুলো মরচেধরা বন্ধ আঁটসাঁট ,
বহুদিন দেখা হয়নি আকাশ , খুলিনি কপাট ।
মনের জানলায় আওয়াজ হলেই ভয় হয় ,
কোন নবজাত চিন্তা নতুন বার্তা নিয়ে এসেছে বোধহয় !
নতুন কচি ভাবনাগুলোকে ভীষণ ভয় ,
ওগুলোর আরশোলাদের মত দ্রুত বংশবৃদ্ধি হয় ।
নিরাপদ  নিশ্চিন্ত সুখাবেশে নিমগ্ন মন -
আতঙ্কিত হয় নতুনের পদধ্বনির শব্দে ।


ভয় হয় ,
যদি ধেয়ে আসা কচি ভাবনারা ,
এতদিনের বিশ্বস্ত বিশ্বাসগুলো বিধ্বস্ত করে -
এলোমেলো প্রশ্নের ঝড়ে !
যদি ধারালো টগবগে যুক্তি-তর্কে , চ্যালেঞ্জ করে ;
পাকা জুলফির অভিজ্ঞতার অভ্রান্ত ও প্রশ্নাতীত শ্রেষ্টত্ব !


ভয় হয়,
ওই নবাগত ভাবনাগুলো হয়তো -
জাগিয়ে দেবে ঝিমোনো আত্মাকে অসময়ে  ;
কেড়ে নেবে অন্ধ আত্মবিশ্বাসের ফাঁপা অহংকার  ,
অথবা ছিনিয়ে নেবে কষ্টার্জিত সর্বজ্ঞ জ্ঞানীর মুখোশটা ।


ভয় পাই-
নতুনের পাঞ্চজন্য ধ্বনি ,
তাজা যৌবনের জয়ের আগমনী ।।
                                          - অকবি-