শুনতে পাচ্ছো কলরব !
ওরা চাইছে হিসাব , বদলাতে চায় সব ।
নব যৌবনে অভিষিক্ত একঝাঁক তরুণ প্রাণ ,
কন্ঠে তাদের দিন বদলের নতুন গান ।
চোখ জুড়ে ঝকঝকে উন্মুক্ত আকাশ ,
বুকের ভিতর খোলা সমুদ্রের উচ্ছাস ;
ওরা অন্যায়ের সাথে করেনা কোন আপোস ।


ওদের মঙ্গলাকাঙ্খায় , ওদের শিক্ষা দিতে-
বানিয়েছি বিদ্যালয় থেকে  বিশ্ববিদ্যালয় ;
আমরা চাই ,
ওরা  সুবোধ বাধ্য ছাত্র হিসাবে হোক চিহ্নিত ;
তবেই আমাদের অভিভাবকত্ব  রবে সংরিক্ষত ।
আমরা চাই না -
ওরা আগামী দিনে  মহীরুহ হয়ে আকাশ ছুঁক ,
ভাবিকালের  অংশীদার হিসাবে মানুষ হোক ।
আমরা চাই -
আমাদের ইচ্ছামত ওরা  মনভোলানো বনসাই হোক ;
দাঁড়ের  কাকাতুয়ার মত সুন্দর মূল্যবান দ্রষ্টব্য হয়ে থাক ।


আজকের দুনিয়াটা আমাদের এবং ঐ দামালদের ,
কিন্তু আগামীকালের পৃথিবীটা শুধুই ওদের ।
কান পেতে শোন  ওদের কলরবে ভবিষ্যতের সংরচনা ,
আগামী দিনের সঠিক গন্তব্যের ঠিকানা ।
আমরা গতকাল , ওরা আগামীকাল ,
ওরাই ধরবে পৃথিবীর হাল ;
একটু হোক না টালমাটাল ,
আজকের আমাদের পৃথিবীটাকে -
আমূল বদলে দেবে ওদের  আগামীকাল ।।
                                                - অকবি-