আ মরি বাংলা ভাষা ,
মোদের ভাষা বড়ই খাসা ।
বিরাট বড় অভিধান ,
ডাঁসা ডাঁসা শব্দে ঠাসা ।
কিছু কিছু শব্দে আবার -
ছারপোকার  বাসা !
অর্থ খুঁজে হিমশিম ,
অনেক শব্দের নীচে-
ছারপোকার ডিম ।
         -  খাওয়া-
বাংলা ভাষায় -
সবকিছু খাই খাই ;
চা ,জল , মাছের মাথা,
হাওয়া কিংবা স্কচ ,
যাহা পাই তাহা খাই ;
খাওয়ার তালিকায় -
দুনিয়ার কিছু বাকি নেই ।
খাওয়ার  এমন অবাধ স্বাধীনতা ,
আর কোন ভাষায় নেই ।
            -পাতা -
বাংলায় মোরা যদি বলি পাতা ,
সেটা হতে পারে -
বই কিংবা খবরের কাগজের পাতা ,
পান কিংবা ঘুগনির শাল পাতা ;
সাধ করে খেতে হলে দৈ  ,
প্রথমে দই পাতা চাই ।
আশা করি মনে আছে সখা ,
অন্যের ফুলশয্যার রাতে ,
দরজায় আড়ি পাতা ।
রোজ রাতে -
ভারি হয় যখন চোখের পাতা ,
গিন্নী সারেন বিছানা পাতা ।
পাতার পাঁচালীতে ভরে যায় পাতা ,
শুনতে শুনতে দায় কান পাতা ।
বন্ধ করি কবিতার পাতা ,
কাল শোনাবো আরো কিছু কথা ।।
                                            -অকবি -