-ডাল -
# রোজ রাতে রুটি আর ডাল ,
    সাথে মাংস একটু ঝাল ।
   পাতে তৈলাক্ত বেগুন যদি থাকে পাশে ,
    জীবনটা অট্টহাস্য হাসে -
     লটারি জেতার উল্লাসে ।
# বসন্ত সমাগমে ,
   শাল পলাশের ডালে ডালে -
   যেন আগুন ওঠে জ্বলে ।
   বনে বনে শিমুল পলাশ ,
     উজাড় করে সিঁদুর ঢালে ।
# অফিসে রোজ দেরি হলে ,
    বসের মাথায় আগুন জ্বলে ;
    কলসি ভরে তেল ঢেলে ,
     বিলকুল ডাল না গলে ।
                 -
           - বালি-
# উট চলেছে কুঁজটা নিয়ে,
    টুংটাং ঘন্টা বাজিয়ে ।    
   মরুভূমির বুকে বালির পাহাড় ,
   বৃষ্টির হদিশ নেই -
    বিগত পাঁচটা বছর ।
# চাঁদনীর সাথে -
প্রেম  চলছে  অনেকদিন ;
পার্কের অন্ধকারে মুখোমুখি ,
সিনেমা হলে মাখামাখি ,
অনেক পিজ্জা , বাদাম ভাজা ;
প্রোপোজ করি -
এবার বিয়ে করে আমি হবো রাজা ।
চাঁদনী বলে -
বাদাম ভাজাতেই তোমার পকেট খালি ,
তোমার আজগুবি আশার  গুড়ে বালি ;
টা টা , আমি এবার চলি ।
# নদীর পথে একলা চলি ,
পার হতে হবে ,  বেলা বাড়ার আগে ;
না হলে তেতে উঠবে চরের বালি ।
হঠাৎ করে সামনে দেখি ,
হলুদ বসন্ত সাজে সুন্দরী বৈশাখী ;
পায়ে নূপুর  ঝুমুর ঝুমুর ,
কাঁখে ঘড়া ছলাত্ ছলাত্ ,
কানে সোনার বালি চিকিমিকি ।
ভোর সকালে আমার বুকে ,
উন্মত্ত তুফান তোলে   কালবৈশাখী ।।
                                            
( কিছু বাংলা শব্দের এত রকমারি অর্থ ,
মনে হয় আহা , একই অঙ্গে এত রূপ !
শব্দজব্দ কবিতার তিন পর্বে কিছু উদাহরণ তুলে ধরার
চেষ্টা করেছি । এটাই শেষ পর্ব ।  কবি বন্ধুদের ভাল লাগলে
খুশি হবো )
                                                           -অকবি -