কবিতার পাতায় -
দুচারটে শব্দ নিয়ে ,
কবিতা কবিতা খেলি ;
যেন পুকুরের জলে ,
ঢিল ছুঁড়ে মেরে ,
সমুদ্রের ঢেউ গুনি ।
শাস্ত্রজ্ঞানে অজ্ঞান আমি ,
কবিতা আমার অসাধ্য মানি ।


কাব্শাস্ত্রের -
ব্যাকরণ , ছন্দ  , অলঙ্কার , মাত্রা ,
সব নিয়ম মেনে-
কবির সৃষ্টি কবিতা ।
মনের ভাবনাগুলোকে -
  ভালবাসার ছোঁয়া শব্দস্থ করে ,
রচনা করি কিছু বেয়াদব 'শব্দিতা' ।
যখন  কবিতার ভাবনাগুলো -
হয়  বাঁধনহারা লাগামছাড়া ,
প্রসব হয় -
কিছু বেয়াড়া ' শব্দিতা' ছন্নছাড়া ।


( কবি বন্ধুরা , বাক স্বাধীনতার অধিকার খাটিয়ে একটা নতুন শব্দ বানালাম " শব্দিতা " আমার 200 - তম কবিতায় । মতামত জানালে খুশি হবো । )
                                         - অকবি -