কিছু কিছু বর্ণ আছে হাতে, যা দুখের দাবী রাখে
কিছু কিছু খুঁজতে থাকি, যা ব্যর্থতার সাথে খেলা করে
ব্যথাতুর শব্দ জেগে উঠে, কদাচিৎ হয়তো ভাব বিনিময়
পিছু ফিরলেই উত্তাল সংগীত... ষড়রস...
ভাঙ্গা গড়ার জোয়ার বয়ে যায় কোষে কলায়
আকস্মিক কোন বাক্যবাণ অ-সহিষ্ণু হয়ে আসে ধরণীতে
বর্ণদের উদারতার সুর দেখি, কিছু কিছু সঞ্চিত, কিছু কিছু সঞ্চয় করি।
তবে;
ঘরে পৌছা দরকার, পাশ দিয়ে যে চলে গেলো সে আমার দ্বিতীয় অবয়ব
নিশাবসানে ঈশ্বর চিন্তা ছাপিয়ে শেফিঞ্চ, রবিনের কলকাকলি
সবুজ ঘাস আর জংলী পপির গালিচায় গা এলিয়ে স্থির আকাশ দেখছে সব
এ প্রাতিবেশ্য চারুতা মোচনযোগ্য করে কিছু অনিয়ত পরাতুষ্টি
তবু গৃহস্থসম; বিবাগী মন অস্নাত, অতৃপ্ত, স্তিতিহীন শত জ্যোৎস্না রাতে।।