আমি নীর হারা পাখি
তাই খুলতে চাই না আখি
আমি দেখতে চাই না আলো
আন্ধকারেই আমার জগত সাজানো
আমি বাচতে চাই না আর
মিত্যু সাদ দিবে কে এবার
ঝর বাতাসে উরে যেতে চাই
যেখানে আনুভুতির আগুন নেই
যদি আমায় বাচাতে চাউ
আমার অতিত ভুলিয়ে দাউ
চোখের অগ্নি ঝরা আগুন
কিভাবে পুরবে এই পোরা মন
মনে পাথর চাপা দিয়ে গেছে
সেখানে পরাজিত মন বেচে আছে