মনের মাঝে পাহাড় আজও বইছে উতল নদী
ব্যাস্ত সময় সব ভুলে আজ হত অলস যদি
শান্ত বাতাস আনত বয়ে নীরবতার গন্ধ
মনের মাঝে মেখলা পরী চোখ দুখানি বন্ধ
ভোরের আলো ফোঁটার আগে পাহাড় নেবে ডেকে
বেলা খানিক বাড়লে পরে আকাশ দেবে ঢেকে
দুরে ব্যাস্ত, সবুজ নদী
বয় শান্ত, নিরবধি
আমি একলা বসে রব ওই শাল পিয়ালির বনে
সবুজ নদী বইবে পাশে একলা আপন মনে