এই যে ভাই, আপনি তো এই সমাজের মাথা
আমি মানবতা বলছি, কিছু কথা বলার ছিল,
-মানবতা! তোমাকে তো তাড়িয়ে দিয়েছিলাম
এ দেশে মানবতার ঠাঁই হবেনা, যাও দূরে যাও।


এই যে, হে ভাই সমাজ তোমাকেই ডাকছি
আমি মানবতা বলছি, কিছু কথা বলার ছিল,
-আরে যাও যাও, কিসের আবার মানবতা
সে'তো কবেই সমাজ থেকে তাড়ানো হয়েছে!


হে দেশবাসী, তোমাদের বলছি শুনতে পাচ্ছো?
আমি মানবতা বলছি, আমি কিছু বলতে চাই,
-না না ভাই, আমাদের এখন সময় হবেনা
যাও যাও, এখন আর বিরক্ত করতে এসোনা।


এই  যে ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমায়?
আমি মানবতা বলছি, কিছু কথা বলার ছিল,
-মানবতা! সে আবার কি জিনিস ভাই?
যাও তো বাপু, আমি মানবতা কি চিনিনা।


হায় হায়, এ কী অবস্থা আজ এই দেশের!
কোথায় দাঁড়িয়ে আছে আজকের সমাজ?
কী হবে আগামী প্রজন্মের ঐ মানুষগুলোর!
আমায় কি ভুলে গেলে? আমি মানবতা বলছি।


ও ভাই, কে তুমি ডুকরে ডুকরে কাঁদছো,
কোথায় তোমার বসবাস, কি নাম তোমার?
-সকল মানুষের মননে ছিল আমার বসবাস
তুমি কি চিনবে ভাই? আমি মানবতা বলছি।।