কোথায় তোমরা বাংলার তরুণ
কোথায় আমার বাংলার বলীয়ান,
তোমরা আবার গর্জে ওঠো
রাখতে দেশের স্বাধীনতার মান।


নব রূপে আবার ওঠো জ্বলে 
নব রূপে জাগাও নব উত্থান,
দেশদ্রোহীদের উত্সারিত করে
আবার উড়াও আমার বাংলার
লাল সবুজের সেই বিজয় নিশান।


কোথায় তোমরা বাংলার তরুণ
কোথায় আমার বাংলার বলীয়ান,
তোমাদের হাতেই বাংলার স্বাধীনতা
জেগে ওঠো বাংলার নওজোয়ান।


নেইতো এদেশে মৌলিক উপবিধি
অবাধে চলে নারী শিশুর ধর্ষণ,
মুখোশের অবয়বে লুকিয়ে কারা-
চালায় আজও অমানুষিক নির্যাতন?


আমার বাংলার বুকে কেমন করে
থাকছে ওরা, কে দিয়েছে ঠাঁই?
চাইনা ওদের স্বাধীন বাংলায়
ওদের থেকে মাতৃভূমি রক্ষা করা চাই।


কোথায় তোমরা বাংলার তরুণ
কোথায় আমার বাংলার বলীয়ান,
আরও একবার ছিনিয়ে নাও স্বাধীনতা
হে আমার বাংলা মায়ের বীর সন্তান।