কালের ঘড়ি সে তো নাহি থামে
ঘুরছে তার কাটা চলছে নিরবধি,
শুধিতাম তাহায় মনের কিছু কথা
একটি বারের জন্য সে থামতো যদি।


বলতাম তাহায় দাও ফিরিয়ে
পশ্চাতে ফেলে আসা দিনগুলি,
পুতুল খেলায় কেটেছে যে কাল
গায়ে মাখিয়ে ধুলো আর বালি।


সেকাল ছিল যে কত মধুময়
না ছিল ভাবনা না ছিল কোন ভয়,
এখন চলছে বড্ড ক্ষর কাল
আঁখিতে ঘুম নেই, কখন যে কি হয়!


মানুষের মনে আজ নাই বিশ্বাস
চলছে কত দাঙ্গা হচ্ছে প্রাণের হানি,
জীবনের নাই কোন নিশ্চয়তা
কি জানি কখন চলে যায় প্রাণখানি!


ও কালের ঘড়ি! তুমি কি শুনছো
আমার আমার মনের আকুতি?
দেবে নাকি ফিরিয়ে আমায়!
পশ্চাতের সেই দিন, করি মিনতী।