মা, ও মা, আমি তোমার সেই খোকা
একলা আমি পড়ে আছি অচেনা শহরে,
তোমার খোকা এখানে ভালো নেই মা
ও মা, এখানে আমার রাতে ঘুম আসেনা।


ও মা জানো, এখানে আমার প্রতিটি মুহূর্ত
ভয়ে ভয়ে কাটে, এই বুঝি প্রাণটা গেল!
ঐ তো মা শুনতে পাচ্ছি কারো চিৎকার,
হয় তো কারোর কোনো সর্বনাশ হয়ে গেল


ও মা জানো, এখানে কোনো শান্তি নেই
এখানে মানুষগুলো বর্বর নির্যাতনের শিকার,
ও মা জানো, আমি ভাবতেও পারিনা-
এই কী আমাদের রক্তক্ষয়ী স্বাধীন দেশ!


এখানে অবাধে নারী শিশুর ধর্ষণ চলে মা
দেখার মত যেন কেউ নেই, সবাই অন্ধ।
জানো মা, এখানে বাতাসটাও অতি বিষাক্ত
বাতাসে ভেসে আসে মানুষ পোড়ার গন্ধ।


অসহায় মানুষের আত্ম চিৎকারে ভারী
আকাশ বাতাস, নিদ্রাহীন কাটে প্রতিটি রাত!
প্রতিটি নিঃশ্বাসে পাই বারুদের তীব্র গন্ধ,
আমার বড্ড ভয় করে এই আজব শহরে।


জানো মা, তোমার খোকা মাথার নীচে
ইট দিয়ে কঙ্করের খরখরে রাস্তায় ঘুমায়,
এখানে তো তোমার মমতার কোল নেই
নেই তোমার সেই স্বর্গীয় আঁচল ছায়া।


নেই তোমার সেই ঘুম পাড়ানি গান
মাথায় হাত বুলিয়ে কেউ ঘুম পাড়ায়না,
জানো মা, আমার এখন বড্ড একা লাগে
প্রতিটি মুহূর্তে তোমায় খুঁজে বেড়াই আমি।


জানো মা, আমি এখন কিছু না খেলেও
কেউ আর তোমার মত জিজ্ঞাসা করেনা,
খোকা ভাত খাবিনা বাবা? আয় খেয়ে নে,
আমি তোর অপেক্ষায় বসে আছি যে!


জানো মা, আমি আজ বড্ড ক্লান্ত
প্রাত্যহিক জীবন যুদ্ধে আমি ক্লান্ত সৈনিক,
এখন আমি আর সইতে পারি না মা
এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই।


ও মা, আমি আবার গাঁয়ে ফিরতে চাই
মা, ও মা, সত্যিই আমি ফিরে যেতে চাই
তোমার কোলে মাথা রেখে একটি রাত,
শুধু একটি রাত নির্ভয়ে ঘুমোতে চাই।