এখন সেই পড়ন্ত বিকেলবেলা, বড্ড বেশি মনে পড়ছে
তোমায়, দু'চোখ অবিরাম খুঁজে বেড়ায় তোমাকেই,
আজও অবাধে বয়ে চলেছে সেই ঝিরঝিরে বাতাস
শুধু নেই সেই এলোকেশী তুমি এই রাঙা বিকেলে।


তোমায় আমি কামনা করি এই ক্ষণে, ফিরে এসো;
পাশাপাশি বসে দু'জনে হারিয়ে যাই প্রেম সাগরে!
নতুন একটি ইতিহাস গড়ি, যা চির অম্লান হয়ে রবে
এই পৃথিবীর বুক জুড়ে, আমি যে আজ বড্ড একা!


আমি এখন একলা হাঁটি, সমুদ্রের সেই বেলাভূমি ধরে
যেখানে ধুলোয় লুটোপুটি খাচ্ছে অতীতের সেই স্মৃতি,
খুঁজে ফিরি এখনো সেই দিন, বাতাসেও কান পাতি-
যদি ভেসে আসে, তোমার ললিত কণ্ঠে ব্যক্ত কথার প্রতিধ্বনি!


যেখানে তুমি আর আমি বসে স্বপ্নের জাল বুনতাম,
সেখানে এখন একলা আমি, বসে থাকি আপন মনে;
হাওয়ার সাথে কথা বলি, উড়িয়ে দিই স্বপ্নগুলো,
গগনবিহারী মেঘের মত ভাসতে ভাসতে উড়ে যায়।


ভাবতে ভাবতেই সন্ধ্যা ঘনিয়ে আসে, দিনের আলো
নিভে যায়, সাগরের বুকে সূর্য তার মুখ লুকিয়ে নেয়।
নীরন্ধ্র কালো অন্ধকারে ঢেকে যায় পুরো পৃথিবী,
তুমি আজও এলেনা, একলা আমি ফিরে আসি নীড়ে।


আমি এখন একলা ঘরে, চারদিক রাতের নীরবতা
বাতায়ন খুলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি;
আকাশে লক্ষ তারার দীপালি, মাঝে একটি চাঁদ,
চাঁদের দীপ্ত আলোতেও খুঁজি তোমার প্রচ্ছন্ন ছায়া।


না পাওয়ার বেদনায় চোখের কোণা ভিজে যায়
মনের মাঝে বেজে ওঠে নিদারুণ কষ্টের সানাই,
কিছু প্রাণান্তর আঘাত ধাক্কা দেয় হৃদয়ের মর্মস্থানে,
অবশেষে দু'চোখ জুড়ে নেমে আসে অবসাদের ঘুম।