আজ খুকীর পুতুল বিয়ে
খুকীর খুশির নেই শেষ
হাজার বরযাত্রীর মাঝে
বরকে তো লাগছে বেশ।


এসেছে সবাই বিয়ে বাড়ি
মধুর সুরে বাজছে সানাই
ঢাক ঢোল পিটাচ্ছে এখন
নন্দন, চন্দন ও কানাই।


মিঠা আছে, পিঠা আছে
আছে পোলাও মাংস
বরের পাতে দেওয়া হল
রেঁধে আস্ত রাজহংস।


কোন খাবার যাচ্ছে না বাদ
দইও তো ছেড়ে দেবার নয়
সবই হল খাওয়া শেষ
পান না খেলে কি আর হয়?


খাবার পাট চুকিয়ে দিয়ে
পিড়িতে বসল কনে
বরও বসল তার পাশে
দেখতে এলো জনে জনে।


বর-কনের বিয়ে হলো শেষ
খুকীর চোখে এলো জল
একে একে সবার চোখই
করছে জলে টলমল।


কনে গেল শ্বশুরালয়
চেপে ঘোড়ার গাড়ি
কাঁদছে খুকী একা একা
অথিতিও গেল তারে ছাড়ি।