আবছা প্রদীপ আলো
আর কিছু নেই
ঐটুকুতেই বেজে ওঠে স্মৃতির সানাই ?....


ডুবোতরঙ্গে ভেসে থাকে গান, সুর, অপলাপ
হাতে রেডিও তুলে নাও
দ্যাখো বৃদ্ধ জকি নির্নিমেষ
বসে আছে একটি কলের আশায়
নিগূঢ় রাতের শ্রোতারা স্বপ্ননিদ্রায়


আবছা যদি আরো বেশি আবছা হয়
মৃত্যুর শামিয়ানায় জেগে ওঠে
অন্তিম আবেগের তান
রেডিওস্টেশন শূন্য, একা একা ধীরে ও ধূসরে
বেজে যায় গান