সুরম্য ফুলের গন্ধে তুমি
হয়েছো আজ অচিন পাখি ।
চেনা সুর-চেনা গান,চেনা সেই প্যারি
তবু যেন কোথাও আমি,চিনতে ভুল করি ।


তোমার মাঝে ভাসিয়েছিলেম হাজারও স্বপ্নখেয়া
খোঁজ নেই আজ কোনোই তাদের,শক্তিহীন আলেয়া ।
মেঘের মাঝে লুকিয়ে তুমি পেয়েছো অলীক সুখ
তবু জানি,মুছিয়ে নিয়েছো আমার এ ধূসর মুখ।


প্রকৃতি আজ ভুলেছে হয়তো,পুরানো কোনো গান
মনে আছে এখনও,সেই সুর আর তান।
বদলেছো ওই চশমার ফ্রেম আর আড়ালে থাকা দৃষ্টি
কয়েকটা দিনের বিরহতেই করেছো তুমি নতুন সৃষ্টি ।


বহু সুর-বহু ধ্বনি ওঠে সেই এক তানপুরায়
আমারি চোখ যেই পানে চায়,সেথায় সাগর শুকায়।
তোমার দম্ভ বানিয়েছে কত,শত শত লজ্জিত ছবি
এদের জন্যই ঝরিয়েছো কি জল,নির্লজ্জ তুমি কবি!



[কবিতাটি লেখা হয়েছে ০৮/০৬/২০১৭ তারিখে]