ওরা কি আমাদের কেউ নয়?
যারা নিষ্ঠুর আকাশের তলায়-
প্রতিনিয়ত কাটাচ্ছে তাদের দিন।
প্রতিটা দিন সারি সারি ভিড়ের-
পাশে দাঁড়িয়ে বাড়িয়ে থাকে হাত,
ওরা কি কেউ নয় !
যাদের জন্য নেই কোনো ঘর-বাড়ি,
নেই কোনো স্থায়ী কাজ,
নেই পেট চালানোর মতো প্রতিদিনের সাজ।
ওদের কথা ভেবেছো কি কখনো
হে প্রকৃতিবন্ধু নির্দিষ্টকাল !
জানিনা,রাতের বেলা কোথায় ওরা শয়
এত হিংস্রতার মাঝে ভয়কে করেছে জয়।
জানি,ওদের বাচ্চারা পায় ঘুরে বেড়ানোর স্বাধীনতা
কিন্তু দিনের শেষে পেটের মাঝে পরাধীনতা যে পড়ে রয়।
দেখেছো কি ওদের খুব কাছ থেকে,
চোখের কোনে জল আনে ওদের জীবন।
প্রতিটা মুহূর্ত আমাকে আঘাত করে
প্রতিটা দিন ওদের খুব কাছ থেকে দেখি।
রেলস্টেশন চত্বরে থাকা মানুষগুলো
ছিল পরিচয়হীন, আছেও পরিচয়হীন।
জানিনা কবে আসবে ওদের সুদিন
অভাবের চিলেকোঠা ভাঙবে হয়তো যেদিন।
তবুও বলি, ওদের তুমি মনে রেখো বন্ধু
মনে রেখো চিরদিন।