আবার এই পৃথিবী আলোয় ভরে যাবে,
হারানো দিন গুলো একেবারে কাছে পাবে।
আসবে বিষাক্ত বাতাশে নতুন ভোর বেলা,
মিটে যাবে হৃদয়ের সবটুকু জালা।
আবার বসবে সেই হারানো পৌষের মেলা,
মেঠো পথের ধারে গঞ্জের বটতলা।
প্রকাশ হবে কত সুখ-দূঃখ কথার,
যা ছিল জমে থাকা বুক ভরা ব্যথার।
যে সুখ খুজে পাওয়া যায়নি কখনো,
সেই ফিরে আসবে জান আর না জানো।
মানুষের মনে যে ব্যথা জমা তিলে তিলে,
বাকরূদ্ধ মুখে হাসি ফুটবে মিলে মিলে।
নিয়মের চাকা গুলো কাছে আসবে ঘুরে ঘুরে,
যার যা ছিল প্রতিশোধ হয়ে যাবে ধীরে ধীরে।
দেখবে প্রভাতী সূরযের ছায়া শেষ বেলায় পড়ে আছে,
পৃথিবী আর উত্তাল হবে না; সান্ত হয়ে গেছে।