মন থেকে সব ধুলো মুছে ফেলো.
জানালাটা দাও খুলে।
আলোটুকু শুধু কাছে টেনে নাও,
সব ভেদাভেদ ভুলে।


মন থেকে সব মোহ মুছে ফেলো,
শিশুদের নাও কোলে,
হাত দুটো শুধু দাও বাড়িয়ে,
সব ভেদাভেদ ভুলে।


মন থেকে সব ঘৃণা মুছে ফেলো,
মানবতা নাও তুলে।
বিবেকের বাণী সম্বল করো,
সব ভেদাভেদ ভুলে।


মন থেকে সব লোভ মুছে ফেলো,
উপকারী হবে বলে।
উদারতা নিয়ে কাজ করো সবে,
সব ভেদাভেদ ভুলে।


মন থেকে সব সংসয় মুছে ফেলো,
দ্বিধাহীন হবে বলে।
নিজের সত্য ভাগাভাগি করো,
সব ভেদাভেদ ভুলে।