একদিন তুমি আমার হবে,
ছুটে ছুটে যাবে শ্মশানে।
সব ভুলে গেলেও ভুলবে না তুমি,
শেষ দেখা এইখানে।


হাতে নিয়ে মালা বলবে তুমি,
দেখ সখা তুমি দেখ।
ভুলে যায়নি তোমাকে আমি,
মালাখানি বুকে রাখো।


যে মালা তুমি পরাতে চেয়েছিলে,
আমার হরিণী গলে।
আমিও চেয়েছি তবুও পারিনি,
লোকে যদি কিছু বলে।


আমি জানি তুমি এখনো চেয়েছো,
আমারই মালাখানি।
তাইতো গেঁথেছি নিজ হাতে মালা,
তোমার হৃদয় রাণি।


ক্ষমা করো সখা, একবার এসো,
পরো এ মালা গলে।
দিয়োগো আসন তোমার হৃদয়ে,
পরোপারে দেখা হলে।


ভুলিতে পারিনি কখনো তোমাকে,
বলিনি তবুও মুখে।
ভাল থাকো তুমি, যেখানেই থাকো,
চিরকাল থাকো সুখে।


আমি যেমন তোমারই ছিলাম,
এখনো তেমনই আছি।
লোক-লাজ ভুলে তাইতো এখনো,
তোমারই শ্মশানে আসি।


জানি তুমি আছো মনের মাঝেতে,
রবে তুমি চিরকাল।
তোমাকেই ভেবে রাত্রি কাটে,
উষা যায়, আসে যে সকাল।


সারাদিন বেশ ভালো কেটে যায়,
নানান কাজের মাঝে।
তোমারই বিরহ ভর করে মনে,
যখন ফিরিগো সাঁঝে।


তোমার স্মৃতি সারা ঘরময়,
শুধু তোমাকেই দেখি।
আমি তোমারই, তোমার জন্য,
তোমার পরানো সখি।