যদি কখনো বৃষ্টি আসে-
তোমার চোখ ভিজতে দেবো না।
পাছে কেউ মিথ্যে ভাবে-
তুমি কেঁদেছো আমার জন্য।
তুমি আমার জন্য কাঁদো,
আমি তা চাই না।


যদি কখনো রোদ্দুরে হাঁট-
তোমার মুখে পড়তে দেবো না।
পাছে তুমি আমাকে অপবাদ দাও-
কালো হয়ে যাওয়ার জন্য।
তুমি আমার জন্য কলঙ্কিত হও,
আমি তা চাই না।


যদি কখনো ঝড় হয়-
তোমার আঁচল উড়তে দেবো না।
পাছে নিজেকে আঁড়াল করে নাও-
এলোমেলো হওয়ার জন্য।
তুমি আমার জন্য কষ্ট পাও,
আমি তা চাই না।


যদি কখনো বন্যা হয়-
তোমার বাগান ডুবতে দেবো না।
পাছে তুমি কোথাও চলে যাও-
তোমার ফুলের সাঁঝি ভরার জন্য।
তুমি অন্য কাউকে অঞ্জলি দাও,
আমি তা চাই না।


যদি কখনো সুনামি হয়-
তোমায় ভেসে যেতে দেবো না।
পাছে তুমি বলে ফেলো-
হারিয়ে গেলাম অবহেলার জন্য।
তুমি আমাকে ভুল বোঝো,
আমি তা চাই না।