বারে বারে আর আমি,
ভিড়াবো না এ তরণী।
ঘাটে ঘাটে, যে যতই মোরে ডাকে।


বাহিবো এ ছোট তরী,
পারি যত তাড়াতাড়ি।
যাবো বহু দূর, স্বপনের বাঁকে।


তুফানের তালে তালে,
হাল হাতে, ছেঁড়া পালে।
চলিবো একাকি, ভালে যাহা থাকে।


নিয়তি-কালের স্রোতে,
ভয় ভুলি, মম পথে।
সংকল্পে অটল, রাখিবো আমাকে।


চলিবো আপন বেগে
দৃঢ় করি মন, শাসিত আবেগে।
কৃপাময়ী কৃপা, করো অভাগাকে।


২০.০৫.২০১৮: রাত ৯:৩৬