মনকে মনের মতো বড় হতে দাও,
মন কিসে সাড়া দেয় তা বুঝে নাও।


মনও কথা বলে মৃদু সুরেতে,
ন্যায় নাকি অন্যায় হবেগো কিসে,
লোভ-ক্রোধ-ঘৃণা হতে মনকে বাঁচাও।।


ভাবনায় কোনো কিছু উদয় হলে,
মনকে বলতে পারো দেখো কি বলে,
মনকে সত্য মেনে পথ বেছে নাও।।


মনকে আঘাত করে কোরোনা ক্ষতি,
তুমিতো বিফল হবে হবেও জাতি,
মনকে বড়ো করে কাজ করে যাও।।