ভালোবাসা আর ভালোবাসা নেই,
মনকে দেয় না আলো।
ভালোবাসা আজ মজার খেলা,
যে যত পারো খেলো।


ভালোবাসা আর ভালোবাসা নেই,
আবেগ আনে না মনে।
ভালোবাসা যেন পণ্য আজ,
পাওয়া যায় সবখানে।


ভালোবাসা আর ভালোবাসা নেই,
হৃদয়ে নাই স্থান।
ভালোবাসা আজ পথে-ঘাটে দেখি,
নেই কোনো সম্মান।


ভালোবাসা আর ভালোবাসা নেই,
ক্ষণিকের মাতামাতি।
ভালোবাসা যেন স্বার্থ এক
ভোলা যায় রাতারাতি।


ভালোবাসা আর ভালোবাসা নেই,
মনকে করে না ধীর।
ভালোবাসা যেন ঘাস-ফড়িং ঐ,
রয় না সে স্থির।


ভালোবাসা আর ভালোবাসা নেই,
সৃষ্টি করে না কিছু।
ভালোবাসা যেন শুধু ঘোরাঘুরি,
এর-ওর পিছু পিছু।


ভালোবাসা আর ভালোবাসা নেই,
বাঁধন মানে না কোনো।
ভালোবাসা আজ দমকা হাওয়া,
এলোমেলো করে কেন?


ভালোবাসা আর ভালোবাসা নেই,
যেন মদিরার নেশা।
ভালোবাসা দেখি রং বদলায়,
অনেকের এটা পেশা।


ভালোবাসা কবে ভালোবাসা হবে,
সেই আশাতেই আছি।
ভালোবাসো যারা মন থেকে বাসো,
দেখি সকলের হাসি।