কষ্টকে তুই মানবি কেন,
কেন রে তুই কষ্ট পাবি?
কামনা যা ছিল হবার, হয়েছিস তো,
আরো অনেক বড় হবি।।


অনেক বাঁধা পার করেছিস,
আপন শ্রম ও মেধার বলে।
মায়ের আশীষ আছে রে তোর,
এড়িয়ে চল কে কি বলে।।


ঐ যে ভূবন ডাকছে রে তোর,
অনেক কিছু করতে হবে।
আপন মাঝের শক্তিকে ধর,
বিশ্বে আসন গড়বি তবে।।


পিছন পানে না চাহিয়া,
লক্ষ্যকে কর নির্ধারণ।
গ্যাপ খুঁজে নে একটা মাত্র,
নিপুনভাবে কর তা পূরণ।।


মাত্র একটি কাজ করে ফ্যাল
সবাইকে যা অবাক করে।
বিশ্বসভায় থাকবি রে তুই,
হাজার হাজার বছর ধরে।।


কষ্টগুলোই কষ্ট করে,
থাকবে রে তোর চরণ তলে।
ধন্য ধন্য বলবে সবাই,
ধন্যি ছেলে একেই বলে।।


০৫.০৫.২০১৮; রাত ১২:০৮