বলতে পারো- এমন কেন হয়?
তোমার ভালবাসা ছাড়া আমি অসহায়।
রুক্ষ্ম মেজাজ যখন থাকে,
সিক্ত হতে ডাকো কাছে।
আঁখির পানে অবাক চেয়ে
সময় চলে যায়।


বলতে পারো- এমন কেন হয়?
তোমার মধুর আলাপনে হৃদয় শিহরয়।
ক্লান্ত মনে যখন আসি.
তোমার মুখে দুষ্টু হাসি।
শীতল হাতের পরশ পেয়ে
মন যে উতলায়।


বলতে পারো- এমন কেন হয়?
তোমার একটু অবহেলায় লাগে নিরুপায়।
বাঁকা চোখে যখন দেখি,
নাইগো পাশে আমার সখি।
অচেনা এক ব্যাথার সুরে
ভরে ওঠে এ হৃদয়।