কার্তিকের ভরপুর শষ্য সুফলায়
মিষ্টি হেসে চলে কৃষাণ সারাবেলায়।
মৃদু-মন্দ বায়ু দোলে করে শুধু খেলা
পাকা ধান কাটে কৃষাণ বেলা-অবেলা।
পাকা ধানের সুমিষ্ট সৌরভীত গন্ধে
পুলকে পুলকে টানে তার নিজ স্কন্দে।
ধানে ধান্ নে ভরে উঠোন রন্ধে রন্ধে
নেচে গেয়েই চলে কৃষাণ ছন্ধে ছন্ধে।


এলোরে ভাই এলো মোদেরই নবান্ন
আজি খাইবো পিঠা খাইবোই মিষ্টান্ন।
আহারে আহারে করবো সকলে ধন্য
মধুময় নবান্নের অতি সু মিষ্টান্ন।
ফলেছি মোরা ধানে ধান্য ফলেছি অন্ন
সকলের তরে করে কষ্ট অসামান্য।