অচেনা পথিক
   সৈয়দ আলি আকবর
    ===<>===
অচেনা পথিক ছুটছে সরুষে,
আঘাত বইছে বুকে কষ্টের পরশে।
সামনে তার উত্তাল ঝটিকা,
অম্বর আদ্বিত্ত মেঘালয় ঢাকা।
হাঁটতে হাঁটতে চরণ যুগল স্লত
কষ্টের লহড়ীতে বুকটা ক্ষত।
যাত্রা পথে মীরজাফর আর ঘশেটি বেগমদের ছোবল,
থামবে না তবুও সে ছুটবে অটল।
আর যাত্রা পথে দেখে যাওয়া.....
কালো বিড়ালের কামড়ে
শান্তির পায়রাগুলোর উড়ে যাওয়া।
কালোর পিছনে সাদা আর
হলুদের পিছনে নীল হারিয়ে যাওয়া।
নোংরা কাকের তাড়ায় কোকিলের
সুর হারিয়ে ফেলা।
মানুষ রূপি ঐ হিংস্র শাসকদের
হিংস্র থাবায়
শান্তিকামী লোকেদের পালিয়ে যাওয়া।
আর আমার শুধুই অজানা পথে ছুটে চলা।