আমি  যে দেখে অবাক হই তুমার  বিশালতা
তুমি  এত  বিশাল কেন ?
সে বলে  ভাল মানুসের মন ছুয়ে দেখ আমি ত অতি ক্ষুদ্র
আমি  বললাম তুমার পানি এত তিতা কেন ?
সে বলে ভাল কথা তিতাই হয়।
আমি বলি নদী কেন মিশে জায় তুমার মাজে ?
সে বলে আমি যে তার।  
তুমি যুগে যুগে দাড়িয়ে আছ্ কালের সাক্ষী হয়ে দেখেছ কি ?
সে বলে অনেক অহংকারীর পতন।  
আমি বলি তুমায় বিলীন হয়ে যাওয়া  মানুষ আর বসথ বাড়ি কি বলবে ?
সে বলে তুমি দেখনি সেই গাদ্দার মানুষ যাদের পতারনায় বিলীন হয়ছে ;
কত দেশ মহাদেশ আর যত জাতি আমি ত অতি ক্ষুদ্র তাহা হতে।  
এম বলি তুমার গর্জন এত এত নির্মন আর ভয়ানক  কেন ?
সে বলে অনাহারির ক্ষুদা র  চেয়ে তাহা অতি তুচ্ছ।