দ্রোহের
অনলে জীবন
জ্বলে পুড়ে এলোমেলো
রংতুলির আঁচড়েও হয়নি ভালো,
সেই থেকে চলমান জীবন অগোছালো;
নিশির আঁধার শেষে ফোটেনি প্রভাতের আলো।


যে
যেতে চেয়েছে
তাকে যেতে দিয়েছি
স্মৃতিগুলো সিন্দুকে বন্দি রেখেছি,
তার একাকীত্ব ঝরনার জলে খুঁজেছি;
শব্দের হিন্দোলে কবিতার চরণ ভূমিষ্ঠ করেছি।


এখন
আমি বুঝি
শিশুতোষ নির্মল আঁখি
তার অন্দরের জ্যোৎস্নার মাখামাখি,
নিষ্পাপ হৃদাকাশের স্বপ্নিল উড়ন্ত পাখি;
চিরতরে হারাবার আশঙ্কায় যতনে তুলে রাখি।


এটাই
বুঝি জীবন
কখনো আঁধারে ডুবালো
কখনো সুখের সাগরে ভাসালো,
যেই একবার প্রেমের সাগর শুকালো;
জন্মাবধি শূন্যই রবে, যতোই অশ্রু ঢালো।