একটা
কদমফুল চাই
নিবিড় আলিঙ্গনে জড়িয়ে
মেঘের শীতল জলে ভিজবো,
হৃদয় উতলার এই বাদল দিনে;
স্নিগ্ধতায় প্রস্ফুটিত অনন্য একটা কদমফুল চাই।


মেঘের
অবিরাম গর্জনে
বিহঙ্গরা ফিরছে নীড়ে
পথিকেরও থেমেছে পথ চলা,
বাতায়নের পাশে আমি বসে একা;
এমনই বাদল দিনে একটা কদমফুল চাই।


মেঘের
ওপারে মেঘে
অঝরে বৃষ্টি ঝরে
ধূপের ধোঁয়ায় সন্ধ্যা নামে,
পূজার পূর্ণতায় দেবতা বসে থাকে;
দেবতার পূজার আয়োজনে একটা কদমফুল চাই।


অসীম
শূন্যতার ঘরে
বৃষ্টির রিমঝিম সুরে
হৃদয় যেন কেমন করে,
সময় যেন কাটে না অবসরে;
আবেগেরই স্পন্দন জুড়াতে একটা কদমফুল চাই।