দ্বৈরথে
দুলছে মন
তন্নতন্ন খুঁজেছি ভুবন
বিগত যুদ্ধের সৃষ্ট বিভাজন,
মধ্যখানে বহমান নদী দুকূলে দুজন;
জন্ম জন্মান্তরেও পাইনি আমি তারই দর্শন।


পিঙ্গল
চোখের তারা
কেশের বর্ষণ ধারা
রঞ্জিত অধর যুগল পাগলপারা,
কপোলের আভায় হার মানে প্রতিমারা;
তার নিপুণ টোলের হাসি করেছিলো আত্মহারা।


কৃষাণি
যেমন স্বপ্নাবেশে
সবুজে হারায় অক্লেশে
তেমনি দেখেছি জ্যোতির্ময়ী বেশে,
বলেছে, ‘আমায় নিবে তোমার দেশে?’
মায়াবী চোখে তাকিয়েছিলো সে নীরব পরিবেশে।


গোধূলির
ডুবন্ত লালিমা
আঁধারে মিলায় নীলিমা
অবলুপ্ত হয় জীবনের উপমা,
শুধু থাকে হাহাকার হৃদাকাশে জমা;
হারিয়ে যায় তিমিরে, ছন্দ লতার প্রতিমা।