একটা জীবন তোর বিরহেই কেটে যাক
      কপটতায় হবো না হতবাক
কষ্টগুলো যদি কামড়ে কামড়ে খায় খাক
    ইশারাতেও খাবো না ঘূর্ণিপাক
তোর আঘাতের হৃৎশূল ধুতরা ফোটায় ফোটাক
     বাজাবো না প্রবঞ্চনার ঢাক।
একটা জীবন বেদনার নীলে মাখে মাখাক
     আসে আসুক যতই দুর্বিপাক
আমি গেলাম কুঞ্জবনে রাধিকার পথের বাঁক
    ফুলের মধুকরে ভরেছে মৌচাক
রাধার বাহুডোরে বাঁশির সুরের পূর্ণতা পাক
     একের যন্ত্রণা বহুতেই ঘুচাক।
একটা জীবন যদি লীলাখেলায় ফুরায় ফুরাক
      নীরব অবসর যতই কাঁদাক
তবুও তোর জীবনে নক্ষত্রের আলোই ছড়াক
    যতখানি হারিয়েছে আমারই হারাক
তোর অহংকারের নীলাভ কণিকা সর্বত্রই গড়াক
      তবুও তুই আত্মসুখেই থাক।