আমার যৌবন তোমাকে স্পর্শ করেছে,
তোমার দুচোখ ভরা ভীরু দৃষ্টি,
আর স্বপ্নের সেই তুমি বহুক্ষণ ধরে,
গুলির মতো বিঁধে থাকো আমার বুকে।


অপূর্ব মাধুর্যে গড়া তোমার শরীর,
অনুভবে বিলিয়ে দাও সহস্র ফুল,
অজানা সুখ ছোঁয়াতে শুধু তুমি,
চলে যাই দুজন স্বর্গ থেকে বহুদূর।


আমি ভাবি তুমি আমার পৃথিবী,
সারাক্ষণ তোমার সান্নিধ্যে থাকি,
আমার তপ্ত নিঃশ্বাসে বুজে আসে তোমার চোখ,
অধরে অধর ছোঁয়াই, ভরে যায় বুক।


সূর্য যখন চলে পশ্চিম আকাশে,
তখন তুমি ধরা দাও বাহু বন্ধনে,
আমার শক্ত নির্মম হাতের স্পর্শে,
সপে দাও তোমার বক্ষের উপকূল।


একসময় থেমে গেলে নগরীর কোলাহল,
সুখের আলিঙ্গনে জড়িয়ে ধরি তোমাকে,
তোমার শরীরের অপরূপ ঘ্রাণ,
নিতে থাকি হৃদয়ের সমস্ত মাধুরী দিয়ে।